মালদা

নিপা ভাইরাসের আতঙ্কে মাথায় হাত আম চাষিদের, জরুরী বৈঠকে বসল জেলা প্রশাসন

নিপা ভাইরাসের আতঙ্ক মালদার আম চাষিদের মাথায় হাত । অন্যান্যবারের মত জামাইষষ্ঠীর আগে আমের বাজারে প্রচুর দাম থাকে সেই বাজার আর নেই। বাগানের আম বাগানেই বাক্সবন্দী হয়ে থাকছে। ক্রেতা পাওয়া যাচ্ছে না। এই রাজ্য তথা রাজ্যের বাইরের বিভিন্ন জায়গা থেকে এই সময় আম কিনতে প্রচুর মানুষ আসেন, কিন্তু নিপা ভাইরাসের আতঙ্কে ক্রেতাদের দেখা পাওয়া যাচ্ছে না। বাগানের পাকা আম মাটিতেই পড়ে থাকছে। লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আম চাষিরা আমবাগানের আম কিনেছিলেন, কিন্তু সেই টাকা এবার আর উঠবে না- এমনই মনে করছেন আম চাষীরা। আমচাষীদের কথা জানতে পেরে জেলা প্রশাসন বুধবার এক প্রশাসনিক বৈঠক করেন। জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উপস্থিতিতে এক জরুরি বৈঠক হয়। এই বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় প্রতিটি ব্লকে ব্লকে এই নিপা ভাইরাসের আতঙ্কের যে গুজব তার বিরুদ্ধে প্রচার চালানো হবে।

সেই বৈঠক শেষে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, আমাদের জেলায় নিপা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মানুষ আতঙ্কিত হয়ে বা গুজব ছড়ানোর কারণে আম খাচ্ছেন না। পাশাপাশি লিচুরও একই অবস্থা। তাই এই জেলা তথা গোটা রাজ্যের মানুষের উদ্দেশ্যে জেলাশাসক বলেছেন নির্ভয়ে আম খান কোন ক্ষতি হবে না। কোনো রকম গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় প্রতিটি ব্লকে এই নিপা ভাইরাসের আতঙ্কের যে গুজব তার বিরুদ্ধে প্রচার চালানো হবে বলে তিনি জানান। 

মালদা মার্চেন্ট চেম্বারের সম্পাদক উজ্জ্বল সাহা জানান, নিপা ভাইরাসের গুজব ছড়াবেন না নির্ভয়ে আম খান। যারা এই গুজব ছড়াচ্ছে প্রশাসন কঠোর ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। 

অন্যদিকে প্রাক্তন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এই গুজবের কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গুজবের মোকাবিলা করতে হবে কারণ এই জেলা তথা এই রাজ্যের অর্থনীতি আমের উপরে অনেকটাই নির্ভরশীল। সুতরাং এর বিরুদ্ধে সকলকে এক সঙ্গে লড়াই করতে হবে।